বেনু পাল,ভোলা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক) শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুন) বিকেলে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ভার্চুয়ালি উদ্ধোধন করেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। সেখানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেনসহ অন্যান্যরা।
ভোলা উপজেলা প্রশাসনের আয়োজনে করা এ টুর্নামেন্টে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৩টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে ভেলুমিয়া একাদশকে ৪-০ গোলে পরাজিত করে বাপ্তা ইউনায়ন জয়লাভ করে।
আগামি ১৪ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।