উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

received_747040427370042.jpeg

মো: আলমগীর হোসেন,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।

শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিন রাজনগর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ১০৪টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
বেনজীর আহমেদের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, তুমুলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, যুদ্ধ অপরাধ ট্রাইবুন্যাল অতিরিক্ত অ্যান্টর্নি জেনারেল এ্যাডভোকেট সাইদুর রহমান, পৌর কাউন্সিলর আফসার হোসেন, বাদল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আহমেদুল কবির আবু খান, তুমুলিয়া ইউপি সদস্য আলী হোসেন, সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্যসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top