শ্রীনগর প্রতিনিধি,মো:শিপু:-
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেন থেকে এক নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশের পাশে ৫টি গুলির খোসা পাওয়া গেছে।
জানাগেছে, শনিবার ভোরে রাস্তায় লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাল টপস ও কালো রংয়ের টাইস পরিহিত নারীর আনুমানিক বয়স ত্রিশ বছর। তার ঘাড়,বুক ও কোমড়ে ৫ রাউন্ড গুলির চিহ্ন রয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ফিঙ্গার প্রিন্ট থেকে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।