টঙ্গীবাড়ীতে মা ছেলের ইসলাম ধর্ম গ্রহন

received_589189473469108.jpeg

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে পারুল দাস(৪৫) ও তার ছেলে বিমল দাস(২৮) হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। শুক্রবার (২৯নভেম্বর) হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ইমরান বিন ইলিয়াস এর হাতে কালেমা পাঠের মধ্য দিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহন করেন। বর্তমানে পারুল দাস এর নাম রাখা হয়েছে মরিয়ম বেগম ও তার ছেলে বিমল দাসের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। নওমুসলিম মরিয়ম বেগম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মুসলমানের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি। এ ছাড়া বিভিন্ন ইসলামিক স্কলারদের ওয়াজ শুনে বুঝতে পারি, ইসলাম পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম। আমি অনুধাবন করতে পেরেছি, একমাত্র ইসলামই সেরা ধর্ম, যা পরকালে মুক্তির সন্ধান দিতে পারে। আমি সাবালিকা বিধায় বুঝে-শুনে আমি এবং আমার সন্তান বিজ্ঞ আলেমের নিকট গিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মহাপবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করি।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে নওমুসলিম মরিয়ম বেগম কে ৫ হাজার টাকা এবং হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো: খোকন বেপারী ৩০ কেজি চাউল প্রদান করেন। এ সময় বিএনপি নেতা খোকন বেপারী বলেন, যেহেতু সে নিজ ইচ্ছায় মুসলিম ধর্ম গ্রহন করেছেন তাই হয়তো তার পূর্বের পরিবার তাকে আর্থিক ভাবে সহায়তা করবেনা সেই দৃষ্টিকোণ থেকে আমরা নওমুসলিম মরিয়ম বেগম কে এই সহায়তা প্রদান করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই পরিবারটির পাশে থাকার চেষ্টা করবো। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও হাসাইল বানারী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান শেখ,বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: সোহেল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী বাবু সিকদার প্রমুখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top