সোনারগাঁয়ে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন নাসির ও মনিষা দম্পতি

received_824183965305469.jpeg

মোঃ পারভেজ হোসেন, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে মনিষা মেহজাবিন (২৭) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে তাদের পরিবারে দশ বছরের এক ছেলে সন্তান রয়েছে। মনিষা উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০:৩০ টায় ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতাল স’এ প্রফেসর ডাঃ সাইবা আক্তার এর অধিনে নাদির মনিষা দম্পতির তিন শিশুর জন্ম হয়।
মনিষা মেহজাবিনের বাবার বাড়ি ঢাকা শাহজাহানপুর ও শশুর বাড়ি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে। মনিষা মেহজাবিনের স্বামী নাসির উদ্দিন একজন চাকুরীজীবি।
এবিষয়ে ডাঃ সাইবা আক্তার জানান, গতকাল রাত ১০ ঘটিকার সময় সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন মনিষা মেহজাবিন। মা ও শিশুরা আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছেন। এখনো তারা হাসপাতালেই তারা চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, এই দম্পতি আগে থেকেই আল্ট্রাসাউন্ড করে তিন শিশু জন্ম নেওয়ার কথা জানতেন। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় অনেক খুশি এই দম্পতি ও স্বজনরা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top