স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় মাসুদ নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। চালককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌর শহরের ঢাকা-রায়পুর মহাসড়কে বিসিক শিল্পনগরী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত মাসুদ (৩৫) লক্ষ্মীপুর সদর চর রমনীমোহন ইউনিয়নের
জামাল হোসেনের পুত্র। আটক ট্রাক চালক সজিব (২০) লক্ষ্মীপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের সেকান্তরের পুত্র।
লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাটের বালু বাহী একটি ড্রাম ট্রাক (লক্ষ্মীপুর-ট-১১-০০৭০) বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকা ঢাকা-রায়পুর আঞ্চলিক মহা-সড়কের স্টীল
ব্রীজ অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মাসুদ নামের এক মটরসাইকেল আরোহী আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ ও
হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে। এ সময় তার কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি।
আটক সজিবের সাথে কথা বলে জানা গেছে, তার ড্রাইভিং লাইসেন্স এখনও হয়নি প্রক্রিয়াধীন আছে। রোগীর স্বজনরা অদক্ষ চালক দ্বারা ট্রাক পরিচালনায়
মালিকপক্ষকে দায়ী করে এ দূর্ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানান।
ড্রাম ট্রাকের মালিক মোঃ রিপন জানান, অদক্ষ ড্রাইভিং লাইসেন্স বিহীন ড্রাইভারের সম্পর্কে জানতে চাইলে ড্রাম ট্রাকের মালিক মোঃ রিপন এব্যাপারে কোন কথা বলতে রাজী হয়নি।
লক্ষ্মীপুর সদর পুলিশ ফাঁড়ির
উপ-পরিদর্শক মো: ফজলুল হক দূর্ঘটনা একজন আহতের বিষয়টি নিশ্চিত করেন এবং চালককে আটক করছেন বলে জানান।