মো : গোলাম ইয়াজদানী, ময়মনসিংহ সদর প্রতিনিধি:-
ময়মনসিংহের থানাঘাট শিব মন্দির থেকে চুরি হওয়া শিবের মূর্তি নয় ঘণ্টার মধ্যে টাঙ্গাইল সদর থানা এলাকার দাইন্না চৌধুরী বাগিল থেকে উদ্ধার করে কোতোয়ালী মডেল থানার পুলিশ। চোর প্রশান্ত কর্মকার টাঙ্গাইলের দাইন্না চৌধুরী বাগিল এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে। শিবের মূর্তি উদ্ধারে নেতৃত্বদেন এসআই আনোয়ার হোসেন।