মো:ফিরোজ, বাউফল:
পটুয়াখালী \ বাউফলের কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের চিকনিকান্দি সরকারী প্রাইমারী স্কুল থেকে এক অজ্ঞাত নারীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে স্থানীয় কয়েক কিশোর ওই স্কুল মাঠে খেলতে গিয়ে স্কুল ভবনের নিচতলায় সিঁড়ির পাশে লাশটি দেখতে পান। ওই নারীর গায়ের রং শ্যামলা । পড়নে হালকা সবুজ সেলোয়ার কামিজ রয়েছে। গলায় ওড়না পেচানো ছিল।
ধারণা করা হচ্ছে ধর্ষনের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের গায়ে কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্থানীয় লোকজন লাশটি সনাক্ত করতে পারেননি। ওই স্কুলটি দুর্গা পূজার কারণে বন্ধ রয়েছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’