গভীর রাতে অসহায় মানুষ এর দরজায় (UNITY AID FOUNDATION)

received_3708648852789810.jpeg

ইয়াছিন আরাফাত:-

গত ২১/০৩/২০২৪ বৃহস্পতিবার সংগঠনটির প্রতিষ্ঠাতা ( এম. আর শাহীন দেওয়ান) ও পরিচালক (এমরান হোসাইন রাজু) এর নেতৃত্বে সংগঠনটির সদস্য সহ রাতে লোকসমাগম এর আড়ালে সমাজের অসহায় মানুষ এর দরজায় ইফতার সামগ্রী পৌঁছে দেয়।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না.. ও বন্ধু।
হ্যাঁ, সমাজে কিছু মানুষ রয়েছে, যারা অন্যের বিপদে স্বেচ্ছায় নিজির সবটুকু দিয়ে মানুযের পাশে দাঁড়ায়। চেষ্টা করে সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সব সময় উল্লেখযোগ্য অবদান রাখতে। লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউনিয়ন এর কলাকোপা গ্রামে তেমনি কয়েকজন যুবক প্রতিষ্ঠা করেছে ‘ইউনিটি এইড ফাউন্ডেশন ‘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করছেন। এর মধ্যে করনা কালীন অসহায় ও ঘরবন্দী মানুষকে সাহায্য সহ মৃত দাফনের কাপড় বিনামূল্যে বিতরণ। রক্তদান, বিধবা নারীদের সেলাই মেশিন বিতরণ, অসহায় দের নতুন ঘর উপহার, শীতবস্ত্র বিতরণ, রমজান ও ঈদ উপহার বিতরণ, শিক্ষার্থীদের পড়ালেখার উৎসাহিত করতে শিক্ষা সামগ্রী উপহার ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

মানুষের বহুমুখী সেবা প্রদানের লক্ষে ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইউনিটি এইড ফাউন্ডেশন নামে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি। জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে গড়ে তোলা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বামনি মানুষের মনে মণিকোঠায় স্থান করে নিয়েছে।

সংগঠনটি সদস্যরা জানান সংগঠনটির স্বেচ্ছাসেবকরা প্রতিটি গ্রামের অসহায় ও মুমূর্ষ ব্যাক্তিদের জন্য তৎক্ষণিক সেবা প্রদান করে থাকে। তারা দিন-রাত ঝড়- বৃষ্টির মধ্যেও সর্বদা প্রস্তুত থাকে। এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ায় আমাদের লক্ষ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top