মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ০৫ জন ছিনতাইকারী গ্রেফতার ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিছ ইয়াবা ট্যবলেটসহ ০১ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক

received_857713392783864.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম :-
হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন মহোদয়ের নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানে মাধবপুর থানা পুলিশ মাধবপুর থানাধীন ০৫নং আন্দিউড়া ইউপিস্থ হরিশ্যামা সাকিনের জনৈক দিনেশ দাস এর সেলুন দোকানের সামনে রাস্তায় হতে ২২/০৩/২০২৪খ্রিঃ তারিখ রাত ০০.১৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ সাগর মিয়া (২২), পিতা- মোঃ সাব্বির মিয়া, ২। মোঃ আব্দুর রহিম (২২), পিতা- মোঃ আব্দুল হাসেম, উভয় সাং- বার চান্দুরা, ০৫নং আন্দিউড়া ইউপি, ৩। মোঃ বাছির মিয়া (৩০), পিতা- আলী হোসেন, সাং- মনতলা, ০৩নং বহরা ইউপি, ৪। শাহরুক মিয়া (১৯), পিতা- মোঃ হেলাল মিয়া, সাং- বার চান্দুরা, ০৫নং আনিন্দউড়া ইউপি, ৫। আব্দুল মিয়া (২২), পিতা- মজনু মিয়া, সাং- পূর্ব মাধবপুর, ০১নং ওয়ার্ড, থানা- মাধবপুর, জেলা- হবিঞ্জদেরকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের দেহ তল্লাশী করে ধৃত আসামী মোঃ সাগর মিয়ার নিকট হতে ১১.৫ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরি ও লুন্ঠিত ১,২০০/-টাকা, ধৃত আসামী মোঃ আব্দুর রহিম এর ডান হাত হতে অনুমান ৯ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

তাছাড়াও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিছ ইয়াবা ট্যবলেটসহ ০১ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক।

শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ ইউপিস্থ ফরিদপুর সাকিনের শায়েস্তাগঞ্জ – শানখলা রোডের জনৈক করম আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ০১ বছরের জিআর সাজা প্রাপ্ত আসামী মোঃ নিশাত মিয়া(২৪) পিতা লাল মিয়া সাং- সাবাসপুর, ৮ নং ওয়ার্ড, শায়েস্তাগঞ্জ পৌরসভা, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা – হবিগঞ্জকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top