নিজস্ব প্রতিবেদক :-
গত ১১-০৫-২৪ ইং রোজ শনিবার জনাব নজিবুল আকবর রাজধানীর বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার আসার পথে তার মোবাইল ফোনটি কোথাও একটা হারিয়ে ফেলে।
জনাব নজিবুল আকবর তার ফোনটি ফিরে পাওয়ার জন্য বার কল করার পর সেই দিন রাতে জাহিদ হাওলাদার নামের ঐ রুটে চলাচল কারী আলিফ পরিবহনের একজন স্টাফ ফোনটি রিসিভ করে নিজের পরিচয় দেন এবং বলে প্রমান নিয়ে এসে মোবাইল ফোন টি নিয়ে যেতে।
অতঃপর ১২-০৫-২৪ইং রোজ রবিবার বিকেলে জনাব নজিবুল আকবর স্টাফ কোয়ার্টার উপস্থিত হন এবং সমস্ত প্রমান নিয়ে জাহিদ হাওলাদার মোবাইল ফোন টি সে মালিকের কাছে বুঝিয়ে দেন।
এই যেগে এসেও জাহিদ হাওলাদার তার সততার দৃষ্টান্ত গরেছে সে জানান সে বরগুনার ছেলে তার বাবার নাম হাসিব হাওলাদার সে আলিফ পরিবহনের একজন স্টাফ।