দিন প্রতিদিন ডেস্ক :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক পর্যায়ে আগাম টিউশন ফি আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি আদায় না করারও নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো অফিস আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও সমমানের সব শ্রেণির পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ হবে।
এ অজুহাতে কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের টিউশন ফি একসঙ্গে আদায়ের নোটিশ দিয়েছে। এতে অভিভাবকরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়ছেন।
অফিস আদেশে আরো বলা হয়, এ অবস্থায় সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি আদায় বন্ধ করতে হবে। অগ্রিম আদায় বন্ধ করে শিক্ষার্থীদের কাছ থেকে সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই গ্রহণ করতে হবে।
এ বিষয়ে অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।