স্টাফ রিপোর্টার, ইমদাদুল ইসলাম :-
হবিগঞ্জের মাধবপুরে সামাজিক সংগঠন ব্লাড ফর লাইফ বাংলাদেশের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে লেপ বিতরন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পরিষদ হল রুমে তইমুছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল। সুফল মোদকের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোহা. অলিদ মিয়া, তিতাস জেনারেল হাসপাতালের পরিচালনক প্রাণতোষ দাস, সাধারন সম্পাদক রবিন বনিক, মনছুর আলী, রণি রায়, বোরহান উদ্দিন, আকাশ চৌধুরী, সনজিত বিশ্বাস, দিপংকর মোদক প্রমূখ। অতিথিবৃন্দ উপস্থিত সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর হাতে লেপ তুলে দেন।