রিপোর্টার,মোঃ আব্দুল হামিদ :-
বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের আয়োজনে রোভারদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি ২৭ জানুয়ারী ২০২৪ ইং রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় রোভার স্কাউট প্রশিক্ষন বাহাদুরপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রোভাররা রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান করেন। উক্ত কর্মসূচি বাস্তবায়নে মেডিকেল টিম হিসাবে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর এর জেনারেল ম্যানেজার মোঃ এম এ হামিদ এর নেতৃত্বে কিছু সংখ্যক নার্স ও ল্যাব টেকনোলজিস্ট কর্মসূচিতে সার্বিক সহযোগীতা করেন।
পরে সকল রোভারদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা পালন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ আব্দুল বারি, সহ সভাপতি বাংলাদেশ স্কাউট জেলা রোভার, গাজীপুর এবং মোঃ আব্দুস সালাম সম্পাদক বাংলাদেশ স্কাউট জেলা রোভার, গাজীপুর ও অনান্য নেতৃবৃন্দ।