স্টাফ রিপোর্টার,রেজওয়ান রহমান:-
পুকুর ভরাট করতে হলে সনদপত্র নিতে হবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর।
গত এক মাস যাবত লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে ১৫ নং ওয়ার্ড ইটেরপুল এলাকা পচা দুর্গন্ধ যুক্ত শত শত টন পলিথিনের বর্জ্য ফেলে পুকুর ভরাট করেছে লক্ষ্মীপুর পৌরসভা। পলিথিনের বর্জের দুর্গন্ধ আকাশ বাতাস পরিবেশ দূষণ করে চলেছে পথচারীরা এবং স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মুখ ও নাক ধরে চলাচল করছে। এতে স্থানীয় দোকানদার এবং আশেপাশে বসবাসকারীরা দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে।
লক্ষ্মীপুর পৌরসভা আজ ৪৫ বছর পদ জাপন করার পরও আজও একটি ময়লা ফেলার ভার্গার তৈরি করতে পারেনি লক্ষ্মীপুর পৌরসভা । ওই স্থানে গিয়ে দেখা যায় প্রতিদিন পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা তাদের বর্জ্য বহন কারী ট্রাক এবং ব্যান এ করে প্রতিদিন নিয়ে আসছে পৌরসভার সমস্ত বর্জ্য।
লক্ষ্মীপুরের ইটেরপুল এলাকাটি ঢাকা রায়পুর মহাসড়ক এর পাশে অবস্থিত। রাস্তার পাশে একটি পুকুর যেটিকে বর্জ্য দিয়ে ভরাট করা হচ্ছে।
এর আগে গত বুধবার ২৮ ফেব্রুয়ারি বাধ্য হয়ে ঔ স্থানের বিপরীত পাশে অবস্থান করে দক্ষিণ লক্ষ্মীপুর দারোগাবাড়ী প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষার্থীরা। এক পর্যায়ে দুর্গন্ধ থেকে রেহাই পেতে রাস্তায় নেমে পড়ে শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান উক্ত স্থানটি রাস্তার পার্শ্ববর্তীতে এবং এর বিপরীতে একটি প্রাথমিক বিদ্যালয় এবং এর আসে পাসে দোকান ও দুই তিন অঞ্চলের মানুষ এখান থেকে শহর অঞ্চলে চলাচল করে। চলাচলে অনেক অস্বস্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগণের। তাই স্থানিয় জনগণের এর প্রতিকার চায়।