রিপোর্টার,ইয়াছিন আরাফাত:-
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা পদ্মা বাজার সংলগ্ন আনুমানিক দুপুর ১:০০ টার সময় একটি মৎস পুকুরে, বাস এবং ট্রাকে সংঘর্ষে ট্রাক পুকুরে পড়ে যায়। এতে আহত হয় ড্রাইভার সহ তিন হেলপার।
তৎক্ষণাৎ স্থানীয় জনগণ পানি থেকে ট্রাক ড্রাইভার এবং হেলপার দের পুকুরে থাকা ট্রাক থেকে বাহিরে নিয়ে আসে। এবং রামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু ড্রাইভার এর অবস্থা অবনতি দেখে ড্রাইভারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও তাকে ভর্তি না দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। জানা যায় যে ড্রাইভার এর অবস্থা আশংকা জনক।
স্থানীয় সূত্রে জানা যায় লক্ষ্মীপুর ইটের বাটা থেকে দশ হাজার ইট নিয়ে রামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় ট্রাকটি, এ সময় বেপরোয়া গতিতে আসা (আল আরাফা পরিবহন) নামে একটি বাস এর সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
তারা আরো বলেন ট্রাক ড্রাইভার তার নিয়ন্ত্রণে চালিয়েছিল। কিন্তু ঢাকা থেকে আসা আল আরাফা পরিবহন বাসটি বেপরোয়া গতিতে আসার ফলে ট্রাকের সাথে বাসের ডান সাইড লেগে যায় এবং ট্রাকটি লোড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে