পুঁজিবাজারে দুদিন পর পতন থামল

dp-puzi-28-222.jpg

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে দুদিন পর পতন থামল। ইউক্রেইন যুদ্ধের আতঙ্কের রেশ ধরে দুদিনের বড় পতনের পর বেশির ভাগ শেয়ারের দাম বাড়লে দেশের পুঁজিবাজারে সব সূচকে ঊর্ধ্বগতি দেখা গেছে। সোমবার দিনের শুরু থেকেই প্রধান পুঁজিবাজার ডিএসইতে দাম বেড়ে লেনদেনে আসে বেশির ভাগ শেয়ার।

আগের দুই দিন অধিকাংশ শেয়ারের দাম অনেক কমে যাওয়ায় এদিন অনেকেই সে সুযোগ নিয়ে শেয়ার কিনতে শুরু করেন। দিনের শুরু থেকেই এর ইতিবাচক প্রভাব দেখা যায় সূচকে, যা শেষ পর্যন্ত বজায় ছিল। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬৩ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৩৯ দশমিক ৪৫ পয়েন্ট উঠে।

ইউক্রেইনে যুদ্ধ শুরু হওয়া, তেলের দাম বেড়ে যাওয়া এবং মাসের শেষ হওয়াকে গত দুদিনের বড় পতন হিসেবে চিহ্নিত করেছিলেন বাজার সংশ্লিষ্টরা। গত দুদিনে বেশির ভাগ শেয়ারের দাম অনেক কমে যায়। সূচকও কমে ২৭৩ পয়েন্ট। সোমবার এ কারণেই অনেকে শেয়ার কেনায় আগ্রহী হলে বাজারে পতন থামে।

তবে এদিন ঢাকার বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২০ দশমিক ৩৩ শতাংশ বা ১৮৬ কোটি ২৭ লাখ টাকা কমেছে। মোট ৭৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৯১৬ কোটি ২৯ লাখ টাকা।

সোমবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৩১৪টির এবং কমেছে ৩৬টির। অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ দশমিক ৪৮ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৮২ দশমিক ৩৬ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০ : বেক্সিমকো লিঃ, বিএসসি, আনোয়ার গ্যালভানাইজিং, ফরচুন সুজ, সোনালি পেপার, বিএটিবিসি, পিডিএল, ডিএসএসএল, অরিয়ন ফার্মা ও ব্র্যাক ব্যাংক।

দাম বাড়ার শীর্ষ ১০ : তমিজউদ্দিন টেক্সটাইল, প্রিমিয়ার ব্যাংক, আরামিট সিমেন্ট, মনোস্পুল পেপার, পদ্মা লাইফ, স্টাইলক্র্যাফট, পেপার প্রসেসিং, সুহৃদ ইন্ডাস্ট্রজি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও ইটিএল।

দর হারানো শীর্ষ ১০ : ক্রাউন সিমেন্ট, কেটিএল, এসইএমএল আইবিবিএল এসএফ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইসিবি ফার্স্ট অগ্রণী ব্যাংক মি. ফা, আফতাব অটোমোবাইলস, এবিবি ফার্স্ট মি. ফা., পেনিনসুলা চিটাগাং, পিডিএল ও আইসিবি সোনালি ১ মি. ফা।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই দশমিক ১৪০ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৪১ দশমিক ২৬ পয়েন্টে।

সিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

এদিন এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২৩ দশমিক ২১ শতাংশ বা ৭ কোটি ৭৮ লাখ টাকা কমেছে। মোট ২৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৩ কোটি ৫৩ লাখ টাকা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top