মতিউর রহমান তালুকদার,পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা’র বিজয় অর্জনের লক্ষ্যে পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রম জনগনের মাঝে তুলে ধরার জন্য লিফলেট বিতরন করা হচ্ছে।
২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় দুমকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর স্বদেশ সামন্ত এর হাতে সরকারপ উন্নয়ন মূলক লিফলেট তুলে দিয়ে প্রচার কার্যক্রম শুরু করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি একেএম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম। এ সময় তার সাথে ছিলেন পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক স্বপন কুমার খাসকেল, যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন লিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অন্যতম সদস্য এ্যাডভোকেট মোঃ শাহিন মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।
একইদিন বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায় বিভিন্নস্থানে জনগনের মাঝে সরকারের উন্নয়ন মূলক লিফলেট বিতরন ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে বলে পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুস সালাম জানান। নির্বাচন পর্যন্ত এ লিফলেট বিতরন অব্যাহত থাকবে বলে জানান।