শরীয়তপুর প্রতিনিধি:
শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় “বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ জুলাই বৃহস্পতিবার শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্ল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী, সহকারী কমিশনার ভূমি শফিউল মাজলুবিন রহমান, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, কৃষি সম্প্রসারণ অফিসার ও কৃষি উপ-সহকারী কর্মকর্তা বৃন্দ।