সিরাজদিখানে মোটরসাইকেল ও ভ্যানের মুখামুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত 

IMG-20220509-WA0009.jpg

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাটারী চালিত ভ্যানের সাথে মোটরসাইকলের মুখামুখি সংঘর্ষে মো.রিয়াদ খান (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মো.রিয়াদ খান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের আজমল খানের ছেলে । গতকাল সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার নিমতলা সিরাজদিখান সড়কের ইমামগঞ্জ ডাকাতিয়া পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো.আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মো. রিয়াদ খান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর নিজ বাড়ী থেকে কর্মস্থল মাওয়া যাওয়ার পথে ইমামগঞ্জ নামক স্থানে পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা ব্যাটারী চালিত ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রিয়াদ খান ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করা হয়েছে । নিহতর স্বজনদের সাথ কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top