পটুয়াখালীর মরিচবুনিয়া খাসের হাট বাজারের উত্তর পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে রুবেল নামের একটি জুতার দোকানে ৭ ই মে -২০২২ ইং তারিখ দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার জুতা পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস এর নেতৃত্বে আনুমানিক রাত্র সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে l জুতার দোকানের মালিক মোঃ রুবেল কান্নায় ভেঙে পড়ে। মালিক রুবেল কাঁদতে কাঁদতে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সাংবাদিককে বলেন আমার সবকিছু শেষ হয়ে গেল আমার উপার্জনের একমাত্র সম্বল ছিল এই দোকানটি। আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ করে এই দোকান দিয়েছি এখন আমি কি দিয়ে কিস্তি দেব কিভাবে সংসার চালাবো আমার সব শেষ হয়ে গেল এই বলে কান্নায় ভেঙে পড়েন আর কিছুই বলতে পারেননি তিনি। খাসের হাট বাজারের স্থানীয় মোঃ শহিদুল ইসলাম সাংবাদিক বলেন অনেক কষ্ট করে ছেলেটি বিভিন্ন এনজিও থেকে ঋণ করে দোকানটি দিয়েছিল প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে দেখি আমরা এনজিওর সাথে কথা বলে কি করা যায় ।
পটুয়াখালীর মরিচবুনিয়া খাসের হাট বাজারে জুতার দোকান আগুনে পুড়ে ছাই।
মোঃ রুবেল মৃধা