বাউফলে ৬৪ শতাংশজমির আমন ধান লুট

received_1440415953378812.jpeg

মো:ফিরোজ, বাউফল, পটুয়াখালীঃ
বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৬৪ শতাশং জমির আমন ধান কেটে নেওয়া অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর তাঁতেরকাঠী গ্রামে এঘটনা ঘটেছে।

জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের রামনগর-তাঁতেরকাঠী মৌজার ৯৩ নম্বর খতিয়ানের একাধিক দাগের ৬৪ শতাংশ জমি নিয়ে মৃত আবদুল আলী মৃধার ছেলে ছত্তার মৃধা ও মৃত আবদুল গণি গাজীর ছেলে আলতাফ গাজীর সাথে মৃত মোছলেম গাজীর ছেলে মোঃ আলমাজ গাজী, মোঃ কামাল গাজী ও মৃত ছত্তার গাজীর ছেলে মোঃ মিলন গাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসলেও আলমাজ, কামাল ও মিলন গাজী ওই জমি চাষাবাদ করে আসছে। এবছরও তারা আমন ধান রোপণ করেন।

এ বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার নির্দেশ দেন। আদালতে মামলা চলমান থাকার পরেও ছত্তার মৃধা ও আলতাফ গাজী ক্ষমতার জোর খাটিয়ে ভাড়াটিয়া লোকজন নিয়ে জমির ধান কেটে নিয়ে যায়।

এবিষয়ে মিলন গাজী বলেন, ‘মামলায় জিততে পারবে না জেনে ছত্তার মৃধা ও আলতাফ গাজী স্থানীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে আমাদের ধান কেনে নিয়ে গেছে।’

এবিষয়ে ছত্তার মৃধা বলেন,‘ কবলা সূত্রে আমরা মালিক। যার কাগজ পত্র আছে।’

এবিষয়ে বাউফল থানার মোঃ আল-মামুন বলেন,‘ যারা ধান চাষ করেছেন তাদেরকে অর্ধেক দেওয়া হয়েছে। বাকি অর্ধেক পুলিশের জিম্মায় রয়েছে। দুই পক্ষকে নিয়ে বসে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top