মতিউর রহমান তালুকদার,পটুয়াখালী জেলা দক্ষিণ প্রতিনিধি::-
বর্ষিয়ান জননেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এড. শাহজাহান মিয়া এমপি’র জানাজায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের মেজ পুত্র এ্যাড. তারিকুজ্জামান মনির। রবিবার বেলা ১১ টায় নির্মানাধীন পটুয়াখালীর কেন্দ্রীয়শহীদ মিনারের সামনে শেখ রাসেল স্কয়ারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-১(সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্ষিয়ান জননেতা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এঁর জানাজায় দলমত নির্বিশেষে অর্ধ লক্ষাধিক মানুষ অংশনেয়।
এর আগে সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে শেষ শ্রদ্ধা জানান জেলা দায়রা জজসহ জজশিপের বিচারকবৃন্দ, বারের সভাপতি ও সাধারন সম্পাদকসহ আইনজীবীগন ও আইনজীবীদের সহকারীবৃন্দ। প্রকাশ গত শনিবার ভোর ৬.০০ টার সময় ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ( সাবেক পিজি) চিকিৎসারত অবস্থায় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন( ইন্না লিল্লাহু রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন, ভক্ত ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি পটুয়াখালী- ১ আসনে ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সনের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছেন। তিনি এলাকায় একজন সাদা মনের মানুষ হিসেবে সুখ্যাতি অর্জন করেন। তাঁর মৃত্যুর খবরে পটুয়াখালীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।