মো:ফিরোজ , বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ইমরান
খান (১৯) নামে এক বখাটে তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন
আদালত।
ইমরান উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামের মো. আলম খানের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, ইমরান একটি হত্যা মামলার আসামি এবং স্থানীয়
কিশোর গ্যাংয়ের সদস্য।
আদালতের ম্যাজিষ্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,দীর্ঘদিন
ধরে ইমরান ওই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে
আসছিলেন। মঙ্গলবার সকালে ওই ছাত্রী কলেজে যাওয়ার পথে উত্ত্যক্ত করে
ইমরান। ওই সময় স্থানীয় লোকজন ও ওই ছাত্রীর সহপাঠীরা ইমরানকে আটক করে।
খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমরানকে
ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড দেন।
সহকারী কমিশনার বায়েজিদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,একাধিক
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।