মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :-
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ মোরশেদ মিশুর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রব্বানী চৌধুরী, সময় বক্তব্যে বলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন এবং ২৩ শে মার্চ জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে পরামর্শ দিয়েছেন, এবং বঙ্গবন্ধুকে পেরালে মুক্তি না নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন এবং বঙ্গবন্ধু কে ৭ই মার্চে সাধারণ মানুষের কাছে কি বলবেন সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন। উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার মোঃ বদরুল হাসানল,কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা,প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আম্বিয়া আহমেদ, অনুষ্ঠান শেষে দোয়ারা বাজার মহিলা বিষয়ক প্রতিনিধি এনামুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামের দশটি ফ্যামিলিকে সেলাই মেশিন উপহার প্রদান করেন।এবং ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেগার মাওলানা জিয়াউদ্দিন মোনাজাত পরিচালনা কালে মহান প্রভুর নিকট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার রুহের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।