মোঃ জহিরুল ইসলাম (পাশা) :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লা জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৭ ই মার্চ শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে বিষেশ মোনাজাত শেষে কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজক ও এলাকার প্রবাসীদের সহযোগীতায় স্থানীয় এক ক্যান্সার রোগীর হাতে নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বলরাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর নবী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
তিতাস উপজেলা জাতীয় শ্রমিক লীগের তথ্য সম্পাদক মোঃ নুরে আলম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল আলম সবুজ, বলরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মোঃ মামুন সরকার, বাতাকান্দি টু মাছিমপুর সিএনজি অট্রোরিক্সা মালিক সমিতির কোষাধ্যক্ষ ও বলরামপুর ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক মোঃ সাগর মিয়া, স্থানীয় সমাজ সেবক মোঃ শামীম, মোঃ দিন ইসলাম, মোঃ সুমন মুন্সী মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ চিশতি, কাজী নোমান, মোঃ মিজান সানি, মোঃ জালাল সরকার, মোঃ আবুল হোসেন জাকির প্রমূখ।
অনুষ্ঠানে কেক কেটে কেক শিশুদের মুখে তুলে দিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন নেতৃবৃন্দ।