আবুল কালাম, ঢাকাঃ
যাত্রাবাড়ী থানার গোলাপবাগ প্রধান সড়কে প্রকাশ্য-দিবালোকে চাঁদাবাজি ও ছিনতাই করার সময় ০২ জন চাঁদাবাজকে ফিল্মি কায়দায় আটক করেছেন ওয়ারী জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার এস এম শামীম নিজেই। গত মঙ্গলবার (১৪ মার্চ) ভোর ৪ টার সময় তাদের আটক করা হয়৷
পুলিশ সূত্রে জানা যায় যে, অপরাধীদের কয়েকবার আটক করার চেষ্টা করেও আটক করা যায়নি৷ কারণ তারা পুলিশের গাড়ি দেখলেই দ্রুত এলাকার গোপন স্থানে পালিয়ে যায়। এজন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম শামীম তার ফোর্সসহ সিএনজিতে করে ভিন্ন কৌশল অবলম্বন করে তাদের কাছে পৌছায়। চাঁদা বাজরা কিছু বুঝে উঠার আগেই দ্রুত সিএনজি থেকে নেমে ২জনকে আটক করতে সক্ষম হন৷ বাকি ৪/৫ জন চাদাবাজ পালিয়ে গেলেও তাদেরকে ধরার জন্য যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে, যার নম্বর ৫৮/২৪৬।
পুলিশের কাছে আসামীদের দেওয়া জবানবন্দিতে আসামীরা জানান যে, প্রতি রাতে ১২:০০ টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত তারা এখানে দাঁড়িয়ে বাস, ট্রাক, লরি ও অন্যান্য যানবাহন জোর করে দাঁড় করিয়ে চাঁদা আদায় করে। কারো কাছ থেকে ৩০, কারো কাছ থেকে ৬০, কারো কাছ থেকে ১০০-১৫০ টাকা আদায় করে থাকেন।
প্রতিবেদকের কাছে তথ্য আছে যে, এই চাঁদাবাজরাই গভীর রাতে যখন লোকজনের উপস্থিতি কম থাকে তখন গাড়ি থামিয়ে ছিনতাই করেন। গভীর রাতে সায়দাবাদ বাস টার্মিনালে বিভিন্ন স্থান থেকে আগত বাস যাত্রীরা বাস থেকে নেমে রিক্সা/ সিএনজি করে বাসায় যাওয়ার সময় এই ছিনতাইকারীদের খপ্পরে পড়ে সব হারায়।
ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রতিবেদককে জানান যে, ঘটনার রাতে তিনি নাইট রাউন্ড ডিউটি করা অবস্থায় নিজেই কিছু ইয়াং ছেলেদের দেখতে পান যারা গভীর রাতে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করছিলেন। সাথে সাথে তিনি তার বুদ্ধিদিপ্ত সাহসীকতা দিয়ে সংগীয় ফোর্সসহ তাদের আটক করেন। পরবর্তীতে তাদের যাত্রাবাড়ী থানায় প্রেরণ করেন তিনি। এরকম চাঁদাবাজি বা ছিনতাকারী দেখলে তাদের ধরতে সাথে সাথে থানায় জানাতে অনুরোধ করেন তিনি।
তিনি আরও বলেন, এই ধরনের চাঁদাবাজি, ছিনতাইকারীদের ধরার জন্য আমরা বদ্ধপরিকর। ওয়ারী জোনের আওতায় এইসব অপরাধমূলক কর্মকাণ্ড দেখার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।
এসব চাঁদাবাজ ও ছিনতাইকারীরা আটক হওয়ার ফলে এই এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে।