মুন্সীগঞ্জ প্রতিনিধি:-
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস রক্তস্নাত বিজয়ের ৫৪ তম বার্ষিকী।স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন।দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে।আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার।নির্যাতন,নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি।৫৪ বছরের প্রাপ্তি ও প্রত্যাশার বিশ্লেষণ হচ্ছে সর্বত্র।বিজয়ের ৫৪ বছর পূর্তিতে মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মা পেয়েছে শান্তি।আজ পরম শ্রদ্ধা আর ভালবাসায় পুরো জাতি স্মরণ করবে মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের। যাদের জীবন উৎসর্গে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।একই সঙ্গে প্রত্যয় ব্যক্ত হবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার।মহান বিজয় দিবস বাঙালি জাতির সংগ্রাম এবং আত্মত্যাগের অবিস্মরণীয় এক অধ্যায়।গৌরবময় এ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকে,মুন্সীগঞ্জ অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছেম মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো মা-বোনকে;যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি । মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের সুযোগ্য মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ এর দিকনির্দেশনায় দিবসের প্রথম প্রহরে কৃষি ব্যাংক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং পরবর্তীতে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ মুখ্য অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।এসময় বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক(এজিএম) মুহাম্মদ সিদ্দিকুর রহমান,বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় মুন্সীগঞ্জ এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম,বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা(এজিএম) মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক আলদী বাজার শাখার ব্যবস্থাপক(মুখ্য কর্মকর্তা)ইসরাক আহমেদ কাফি,বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় এর কর্মকর্তা মোঃ বায়েজিদ ইশতিয়াক,মুন্সীগঞ্জ শাখার উর্ধ্বতন কর্মকর্তা মোঃ আবুল হোসেন,কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন,মোঃ জাহিদুল ইসলাম,খোকন পোদ্দার, বাংলাদেশ কৃষি ব্যাংক আলদী বাজার শাখার কর্মকর্তা মোঃ ওহাব আলী,বাংলাদেশ কৃষি ব্যাংক চরকেওয়ার শাখার কর্মকর্তা বিপুল বাসব,কর্মকর্তা সাদরুল ভুঁইয়া।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক মোঃ জিয়া হায়দার খান, উর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,মুখ্য কর্মকর্তা দেওয়ান মোঃ আইনুল হক,উর্ধ্বতন কর্মকর্তা মোঃ আবু সাইদ বিন্দু,উর্ধ্বতন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ভুইয়া,উর্ধ্বতন কর্মকর্তা মোঃ সৈয়দ আহমেদ মিজি,উর্ধ্বতন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,উর্ধ্বতন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,কর্মকর্তা মোঃ মাসুম মিয়া,কর্মকর্তা মোঃ আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।