তীব্র দাবদাহ মোকাবিলায় টঙ্গীবাড়ীতে পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন।

received_3727386250924221.jpeg

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

দেশে গাছ কমে আসায় আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া,
তীব্র দাবদাহ ও একের পর এক ঘূর্ণিঝড় সহ পরিবেশগত নানা বিপর্যয়ে ভুগছে বাংলাদেশ। সেই বিপর্যয়ে মোকাবেলায় গাছের বিকল্প নেই তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত একটি করে গাছ লাগান
শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ে এক হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে নব-নির্বাচিত স্কুল ম্যানেজিং কমিটি।

তারই ধারাবাহিকতায় আজ শনিবার
৮ই জুন দুপুর ১২ টা থেকে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচি শুরু করেছে।

এতে ফালজ,বনজ ও ঔষধি গাছের চারা সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

এতে পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি সাবিত বিন শহীদের সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সাবেক সভাপতি
বিশিষ্ট শিল্পপতি ওয়েষ্টার্ণ গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ মোঃ রফিকুল ইসলাম শেখ,সমাজ সেবক আশা খান, মোঃ সুহেল, মিজানুর রহমান দেওয়ান সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,ছাত্র/ছাত্রীরা
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে তারা বিদ্যালয় প্রঙ্গণে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top