জামাল উদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে স্থানীয় সরকার সচিব বরাবর দেওয়া পদত্যাগপত্রটি ঢাকা জেলা প্রশাসকের দপ্তরে জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা বললেও সাংবাদিকদের বলেছেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দল থেকে ঢাকা-২০ আসনের এমপি প্রার্থী হওয়ার আশায় তিনি পদত্যাগ করেছেন।
মনোনয়ন পেলে প্রতিপক্ষ যাতে তার পদত্যাগ নিয়ে কোনো ঝামেলা করতে না পারে, এ কারণে তফসিল ঘোষণার আগেই তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দলীয়ভাবে জানা গেছে, গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মোহাদ্দেছ হোসেন। বিদ্রোহী প্রার্থী হয়েও তিনি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তাকে উপজেলা যুবলীগের সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছিল। ওই সময় তিনি ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে মোহাদ্দেছ হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে।