অবরোধের শেষ দিনে বাউফলে বিএনপি’র ৪ নেতা-কর্মী গ্রেফতার

received_717227473646714.jpeg

মোঃ ফিরোজ, বাউফল উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিএনপি’র ডাকা অবরোধের শেষ দিনে নাশকতার অভিযোগের সন্দেহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি’র ৪ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে ০২.১১.২৩ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, ৮নং মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের ৯ নং ওয়ার্ডের ব্যবসায়ী মোঃ জামাল বেপারী, একই এলাকার ৬ নং ওয়ার্ডের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান ও ১৪নং নওমালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাত্রদলের সদস্য মোঃ সোহেল হাওলাদার।
তাদের সকলকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক জানান, বাউফলে নাশকতা ঘটাতে পারে এমন অভিযোগে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top