মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জ জেলার অবরোধ চলাকালীন সময়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আসেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় এবং অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়। এসময় হবিগঞ্জ জেলার বিভিন্ন থানার বিভিন্ন চেকপোস্টে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের ডিউটি তদারকি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে মাননীয় ডিআইজি মহোদয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
তাছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব বায়েজিদ বিন মনসুর, স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট।