বাকেরগঞ্জে মামলা তুলে নিতে গ্রাম চৌকিদারের হামলা

orca-image-1671361320.jpeg

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে জমাজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা তুলে নিতে গ্রাম পুলিশ (চৌকিদার) সালমা বেগমের নেতৃত্বে
বাদী ও তার বোনের উপর হামলা করেছে। হামলায় আহত আব্দুল মালেক খান ও তার বোন জেসমিন বেগম বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা সূত্রে ও স্থানীয়দের নিকট থেকে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠী গ্রামের ব্যবসায়ী আব্দুল মালেক খানের সাথে একই বাড়ির সাবেক ইউপি সদস্য মোকলেছুর রহমান খান, ইউনিয়ন পরিষদের চৌকিদার সালমা বেগম, তার স্বামী শহিদ খান, ভাই সফিক ডাকুয়া , ইউসুফ খান, আশরাফ খান, নুরজামাল খানদের সাথে জমাজমি নিয়ে অনেকদিন ধরে বিরত চলে আসছে। সেই বিরোধের জের ধরে তিনি গ্রাম পুলিশ সালমা বেগম ও ইউপি সদস্য মোকলেসুর রহমানসহ কয়েকজনের নামে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের করায় তারা সেই মামলা তুলে নিতে তাকে একাধিকবার খুন জখমের হুমকি দেয়।

ভুক্তভোগী আব্দুর মালেক খান বলেন, জমাজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তিনি একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই প্রতিপক্ষ সালমা বেগম ও মোখলেসুর রহমান মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি দেয়।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে তিনি খেজুরতলা বাজার থেকে বসতবাড়িতে ফেরার সময় তার পথরোধ করে তাকে মারধর এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে তার মুখ ও গলা চেপে ধরে একটি বিল্ডিং ঘরের ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার ডাকচিৎকার শুনে ছোটবোন জেসমিন বেগম ছুটে এসে তাঁর উপর হামলা করে। ওই মুহূর্তে খেজুরতলা বাজার থেকে আমাদের এলাকা বাখরকাঠীর আশেপাশের কিছু লোকজন বাড়ির দিকে যাচ্ছিল তারা বিষয়টি দেখে ফেলে ও আমরা ডাক চিৎকার করলে তারা ছুটে এসে আমাদেরকে উদ্ধার করে, আমরা ঘটনার রাতে থানায় যাই বিষয়টি ডিউটি অফিসারকে জানাই তিনি চিকিৎসা নিতে বলে আমরা চিকিৎসা নিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক দেখে ভর্তি দিয়েছেন ।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, এ বিষয়ে ঝামেলার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top