গ্রামীণ ব্যাংক কড়ইবুনিয়া আমতলী শাখায় বৃক্ষরোপনের দ্বিতীয় বিশেষ কর্মসূচিতে চারা বিতরণ।

received_623521959568322.jpeg

মোঃ শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধ ঃ 

নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে চলছে ২০২৩ সালের বৃক্ষ রোপন কর্মসূচি, ২০২৩ সালের মে মাস থেকে শুরু হয়েছে কর্মসূচী  চলবে সেপ্টেম্বর মাস ২০২৩ পর্যন্ত।  সমগ্র বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাধ্যমে এ বছর ২০ কোটি গাছের চারা রোপন করার বৃহত্তম পরিকল্পনা গ্রহণ করেছে  গ্রামীণ ব্যাংক  এই পরিকল্পনার অংশ হিসেবে পটুয়াখালী যোনে এ বছর ফলদ বনজ ও বিভিন্ন প্রকার ঔষধি গাছের মোট ৫০ লক্ষ চারা রোপন করা হবে। জুলাই মাসের ২৯ নং সপ্তাহ কে চারা রোপনের বিশেষ  দ্বিতীয় সপ্তাহ ঘোষণা করা হয়েছে।  গ্রামীণ ব্যাংক কলাপাড়া এরিয়ার করইবুনিয়া আমতলী শাখায় বৃক্ষরোপনের বিশেষ দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন প্রকার ফলদ ও বনজ গাছের  চারা সদস্যদের মাঝে বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোঃ  ইলিয়াস হোসেন  সিনিয়র প্রিন্সিপাল অফিসার এছাড়া উপস্থিত ছিলেন কড়ইবুনিয়া আমতলী শাখার  শাখা ব্যবস্থাপক মোঃ  আলমগীর হোসেন ফকির সহ শাখার সকল সহকর্মী বৃন্দ  চারা বিতরণ অনুষ্ঠানে কলাপাড়া এরিয়া ম্যানেজার বলেন এ সপ্তাহে কলাপাড়া এরিয়ায় ১১টি  শাখায় সদস্যদের মাধ্যমে প্রায় ৫৫ হাজার  চারা রোপন করা হবে । আমাদের পরিকল্পনা আছে কলাপাড়া এরিয়ায় ২ লক্ষ ১৬ হাজার  চারা রোপন করার । বৃক্ষরোপনের মতো মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মকর্তা কর্মচারীগণ সবাই আনন্দিত।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top