(মাদারীপুর) জেলা প্রতিনিধি,মোঃ হেমায়েত হোসেন খান:
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আজ সোমবার ( ০৪ জুলাই) সকাল ১০ ঘটিকায় দিনব্যাপী মাদক বিরোধী কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মীর গোলাম ফারুক। অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আলমাস হোসেন, পৌরসভার মেয়র এস এম হানিফ , উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এস কে এম সিকবির রহমান, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হোসেন প্রমুখ।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, মেম্বার, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।সভায় বক্তারা বলেন,কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় এখন মাদকের ছড়াছড়ি। মাদক নির্মুলে সকলকে সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে।