ইয়াছিন আরাফাত:-
লক্ষ্মীপুরে সদর উপজেলার, জামতলিক নামক স্থানে লোকাল বাস ( আনন্দ) রায়পুর থেকে আনুমানিক ২০ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
যার ফলে পাঁচজন যাত্রী আহত হয়। যাদেরকে ততক্ষণে লক্ষীপুর সদর হসপিটালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,রায়পুর থেকে ছেড়ে আসা বাসটি, ঢাকা থেকে আসা (শাহী)বাস এর চাপে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়
ঢাকা থেকে আসা শাহী বাসটি, রায়পুর উপজেলার বাসাবাড়ি নামক স্থানে বাস রেখে ড্রাইভার /হেলপার/সুপারবাইজার সহ পালিয়ে যায়।
পরবর্তীতে খাদে পড়ে যাওয়া বাসটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস দল আসে এবং উদ্ধার কাজ চলছে