হোমনায় চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই

FB_IMG_1652838150649.jpg
আইয়ুব আলী, হোমনা :
কুমিল্লার হোমনায় চালককে কোমল পানিয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে বেহুঁশ করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বেহুঁশ চালক মাহিনকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ ঘটনা ঘটে। সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নোয়াগাঁও  গ্রামের রফিজ মিয়ার ছেলে।
তার বাবা রফিজ মিয়া জানান, কয়েকজন লোক যাত্রীবেশে তার ছেলে মাহিনের অটোরিকশায় চড়েন। তার সঙ্গে ভাব জমিয়ে কোমল পানিয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার ছেলেকে বেহুঁশ করে রাস্তায় নামিয়ে দেয়।
মাহিন দিগি¦দিক ঘুরাঘুরি করে হেলে দুলে শিল্পকলা মোড়ের সিএনজি স্ট্যান্ডে যায়। সেখানে অন্য চালকরা তাকে নেশাগ্রস্ত ও অস্বাভাবিক দেখে বাড়িতে পৌঁছে দেয়। বাবা-মায়ের কাছে ছেলের অস্বাভাবিক চেহারা ও অসুস্থ ভাব দেখে কিছুক্ষণ পরেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করান।
তিনি বলেন, ‘আমরা গরীব মানুষ। ছেলের অটোরিকশাটি উদ্ধারে আইনশৃঙ্খলাবাহিনীর সাহায্য চাই।’
কর্তব্যরতা চিকিৎসক ডা. মো. বায়েজিদ বলেন, কী ধরনের নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে তা বলা যাচ্ছে না। চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে আমি খোঁজ নেব।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top