মো: জহিরুল ইসলাম (পাশা) :-
আসন্ন শারদীয় দূর্গাপূজা – ২০২৩ ইং উদযাপন উপলক্ষে তিতাস থানা আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
১৪ ই অক্টোবর শনিবার সকালে তিতাস থানা ভবনের দ্বিতীয় তলা হল রুমে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুরাদ নগর সার্কেল পিযুষ চন্দ্র দাস । এসময় তিনি বলেন সামনে জাতীয় নির্বাচন নির্বাচনের পূর্ব মূহুর্তে শুরু হতে যাচ্ছে দূর্গা উৎসব, কেউ যেন বাংলার মাটিতে অরাজকতা সৃষ্টি করতে না পারে তাই আমরা সর্বদা প্রস্তুত ও সজাগ রয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তি বর্গের সমন্বয়ে প্রতিটি পূজা মন্ডব পরিচালনা কমিটি রয়েছে, তাছাড়া প্রতিটি পূজা মন্ডব সি সি ক্যামেরার আওতায় থাকবে। প্রতিটি পূজা মন্ডবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত সার্বক্ষণিক অবস্থান করবে এবং পুলিশে টহল চলমান থাকবে।
তিতাস থানার তদন্ত কর্মকর্তা নয়ন এর পরিচালনায় অনান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং তিতাস থানাধীন প্রতিটা পূজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গন।