সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
দোয়ারাবাজারে ভারতীয় মদের কার্টুন রেখে এক দোকান দারকে ফাঁসাতে গিয়ে র্যাবের হাতে আটক হয়েছে দুই চক্রান্তকারী। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাংলাবাজারে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে বাংলাবাজারের ব্যবসায়ী আব্দুল গফুরের মুদি দোকানে এক কার্টুন ভারতীয় মদ রেখে নিজেরাই র্যাবকে খবর দেয়৷ র্যাব সদস্যরা খবর পেয়ে দোকানঘর তল্লাশি করার সময় সংবাদদাতা একই ইউনিয়নের কিরণপাড়া গ্রামের জিয়ারুল দোকান ঘরে টেবিলের নিচে মদের কার্টুন আছে বলে জানায়। এ কথা বলেই সে মোবাইল বন্ধ করে দেয়। পরে মোবাইল ট্রেকিং করে জিয়ারুল এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব-৯ সদস্যরা। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
ব্যবসায়ী আব্দুল গফুর বলেন, আমার পাশ্ববর্তী বাড়ির মৃত আব্দুল মালিকের পুত্র আফতাব উদ্দিন ও নিজাম উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। তারা আমার বিরুদ্ধে ৪টি মোকদ্দমাও করেছে। এরই জেরে আফতাব উদ্দিনের নিকটাত্মীয় (মামা শশুর) র্যাবের হাতে আটক জিয়ারুল ও তার সহযোগীরা চক্রান্ত করে আমার দোকানে মদের কার্টুন রেখে দেয় এবং তারাই র্যাবকে খবর দেয়। পরে র্যাব ঘটনার সাথে জড়িত জিয়ারুল ও তার এক সহযোগীকে আটক করলেও পালিয়ে বেড়াচ্ছে আফতাব উদ্দিন, নিজাম উদ্দিনসহ অন্য সহযোগীরা। আমি এই চক্রান্তকারীদের ভয়ে আছি এবং নিরাপত্তাহীনতায় রয়েছি। ভবিষ্যতেও এভাবে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।