কাঁচপুর,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি অভিযান।

received_1373325463562419.jpeg

মোঃ জি.কে.শিকদার,স্টাফ রিপোর্টারঃ-
(২৮/১০/২০২৩) বিএনপি’র জ্বালাও পোড়াও নাশকতা প্রতিরোধে সোনারগাঁ থানা পুলিশের টহল জোরদার। মহাসমাবেশকে ঘিরে রাজধানীর প্রবেশমুখ নারায়ণগঞ্জ। সোনারগাঁ উপজেলার দুটি মহাসড়কে পুলিশের বিশেষ নজরদা‌রি বাড়ানো হয়েছে।

গতকাল শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর হাইওয়ে সড়কের মোড়ে অবস্থান নেয় সোনারগাঁ থানা পুলিশ ।

বিএনপির মহাসমাবেশকে ঘিরে রাজধানীর প্রবেশমুখ কাঁচপুরের ২টি মহাসড়কে পুলিশের এই বি‌শেষ নজরদা‌রি বাড়ানো হয়।

জানা গেছে, মহাসড়কে ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে গণপরিবহনে তল্লাশি করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। তবে স্বাভাবিকভাবে যানচলাচল করছে মহাসড়কে। কোথাও যানজটের খবর পাওয়া যায়নি তবে বাস সংকট হওয়ায় ভোগান্তি পড়ে যাত্রীরা।

পুলিশ চেকপোস্টকে স্বাভাবিক কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামিদের খোঁজ করা হচ্ছে। পাশাপাশি অস্ত্র ও মাদক উদ্ধারে কাজ করছে থানা পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নাশকতা ও বিশৃঙ্খলা রোধে তল্লাশি করা হচ্ছে। কাউকে হয়রানির করার জন্য নয় এখন পর্যন্ত চেকপোস্টে কাউকে আটক করা হয়নি বা কোনো কিছু জব্দ করা যায়নি।

পুলিশ জনগণের বন্ধু তাই জনগণের জানমাল রক্ষার্থে সোনারগাঁ থানা পুলিশ কখনোই জনগণের জানমাল বিনষ্ট কারীদের ছাড় দেওয়া হবে না বলে জানান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম (সুমন)।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top