মুরাদনগরের দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

received_1355242871681880.jpeg

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানিগঞ্জে বাস ও মিনিবাস মালিক সমিতি। বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লা কান্দিরপাড় এলাকার একটি পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্থ দুই ইউপি চেয়ারম্যান। তারা হলেন, উপজেলার ১৪ নং পূর্ব নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের ও ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন। এসময় তারা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলন দুই ইউপি চেয়ারম্যান বলেন, গত ১৩ ডিসেম্বর দৈনিক যুগান্তর ও দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘মুরাদনগরে দুই ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি’ শিরোনামে আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, আপত্তিকর, মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক সংবাদ পরিবেশন করেন, যাহা সম্পূন ভিত্তিহীন। উক্ত সংবাদটি পরিকল্পিত ও সামাজিক ভাবে আমাদের হেয়প্রতিপন্ন করার লক্ষে একটি মহলের পৃষ্টপোষকতায় এ সংবাদটি প্রকাশ করা হয়। আমরা উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া তারা আরো বলেন, একটি চক্র নিজেরাই বহু বছর ধরে এ এলাকায় চাঁদাবাজি করে আসছে। এখন তারা নিজেদের অপকর্ম আড়াল করতেই আমাদের বিরুদ্ধে এমন নোংরা অপপ্রচার চালাচ্ছে। আমরা এতে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রকৃত চাঁদাবাজদের আইনের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং আমরা দৈনিক যুগান্তর ও ইনকিলাব পত্রিকার সংশ্লিষ্টদের বরাবর উকিল নোটিশ পাঠিয়েছি। সঠিক সময়ে জবাব না পেলে আমরা আইনগতব্যবস্থা গ্রহন করবো।

এসময় উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তিশা গোল্ডেনের সত্বাধিকারী হাজী আবুল খায়ের, গোমতি সার্ভিসের সত্বাধিকারী হাজী মোহন মিয়া, মুরাদনগর এক্সপ্রেস ও রয়েল সার্ভিসের সত্বাধিকারী হাজী জহিরুল ইসলাম, হানিফ সুপারের সত্বাধিকারী জাহাঙ্গীর আলম, জনতা সার্ভিসের সত্বাধিকারী শিপলু খান, প্রান্তিক পরিবহনের প্রতিনিধি জসিম উদ্দিন, শাপলা পরিবহনের ফেরদৌস ভূঁইয়া, সুগন্ধ্যায় সার্ভিসের সত্বাধিকারী সালাউদ্দিন বিপ্লব ও নাছির উদ্দিনসহ আরো অনেকেই।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top