চট্টগ্রামে দুই হাজার টাকার লোভে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ গ্রেফতার (১জন)

received_632517449095566.jpeg

জি,কে,শিকদার,স্টাফ রিপোর্টার:-
বন্দর নগরীতে নাশকতার উদ্দেশ্যে নগর পুলিশের খুলশী থানাধীন পাহাড়তলী পুলিশ ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় বিশেষ অভিযানচালিয়ে এক নাশকতাকারীকে আটক করেছে খুলশী থানা পুলিশ জানতে পারা যায় বৃহস্পতিবার (৩০)শে নভেম্বর ভোর পাঁচটার দিকে মোটরসাইকেল যোগে দুই থেকে তিনজন দুষ্কৃতিকারী খুলশী থানা দিন পাহাড়তলী পুলিশ ফাঁড়ির প্রবেশ মুখে পুলিশ হেফাজতে জব্দ থাকা একটি বাস এলোপাথাড়ি ভাঙচুর করতে থাকে ভাঙচুরের এক পর্যায়ে বিস্ফোরক দ্রব্য গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ সময় ফাঁড়ির ভিতরে থাকা পুলিশ সদস্যরা অগ্নি নিঃযন্ত্র ব্যবহার করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এই ঘটনায় খুলশী থানায় পুলিশ উপ-পরিদর্শক রাজীব দে,কে বাদী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করা হয় এবং জড়িতদের গ্রেপ্তারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় রবিবার (৩ ডিসেম্বর) ভোর (৫) টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ফাঁড়িতে সন্ত্রাসী আসামি মহম্মদ লিটন এর উপস্থিতি জানার সাথে সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ পরিদর্শক জায়েদ আব্দুল্লাহ সারোয়ার এর নেতৃত্বে একটি অভিযানিক দল খুলশী থানাধীন ওয়ারলেস ৪নং লেইনের একটি বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয় আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান বিএনপি জোটের হরতাল অবরোধের সমর্থনে ও কর্মসূচি সফল করার উদ্দেশ্যে এই ঘটনাটি সংগঠিত করা হয়েছে।

২ হাজার টাকার বিনিময়ে হামলাকারীরা কতিপয় নেতার আদেশে এই কাজটি করেছে আসামি এ বিষয়ে আদালতের স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার ঘটনায় জড়িত প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আটককৃত আসামি লিটন আমাদের পুলিশ ফাঁড়িতে হামলা করেছে ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান টিম মাঠে তৎপরতা চালাচ্ছে বলে জানান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top