ইমদাদুল ইসলাম,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার সংখ্যালঘু বেদে পরিবারগুলোকে পৌরসভার হাউজ হোল্ডিং ও নাগরিকত্ব সনদ দেয়ার জন্য জাতীয় মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা প্রশাসককে এক মাসের ভিতরে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।বিগত কয়েক যুগ ধরে সাম্প্রদায়িক আগ্রাসনের শিকার বেদে জনগোষ্ঠীর প্রায় ৭০-১০০ টি পরিবার তাদের অভিযোগের কথা যাচ্ছেন সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে।কিন্তু কোন সমাধান পাচ্ছেন না। মাধবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ওই বেদে সদস্যরা জমি মালিক,বাড়ির মালিক,বিদ্যুৎ সংযোগ পেলেও নাগরিকত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ৯ ওয়ার্ডের পৌর কাউন্সিলর দুলাল খা। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন।
গত ৩ অগাস্ট ২০২৩ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমদসহ বেঞ্চ-১ এর সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম,কংজরি চৌধুরী এবং ড.তানিয়া হকের যৌথ স্বাক্ষর পত্রে হবিগঞ্জ জেলা প্রশাসনকে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে ৩০ অগাস্টের ২০২৩ এর মধ্যে কমিশনকে অবহিত করার জন্য নির্দেশ করা হয়েছে।
এর আগে বিগত ২৩ জুলাই ২০২৩ এলজিইডি মন্ত্রণালয়ের সরকার স্থানীয় সরকার বিভাগ থেকেও পৌর মেয়র হাবিবুর রহমান মানিককে নাগরিকত্ব না দেয়ায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
দীর্ঘদিনের থেকে মাধবপুর পৌরসভায় বসবাসরত বেদের সম্প্রদায়ের সদস্যরা জমি এবং বাড়ির মালিক হওয়া সত্ত্বেও তারা হাউজ হোল্ডিং পাচ্ছেন না। কয়েকজন বেদে সদস্য নাগরিকত্ব পেলেও মেয়র একটি রেজুলেশন করার বাতিল করেছে।
স্থানীয় একটি মহলের অভিযোগ,বেদে সম্প্রদায়ের লোকেরা এলাকার পরিবেশ বিনষ্ট করা ও নানান অপরাধেও সাথে জড়িত রয়েছে।এদের কারনে এলাকার জমিজমার দাম কমে যাচ্ছে।এসব কারণে বেদেদের তাদের নাগরিকত্ব না দিতে পৌরসভাকে চাপ দিচ্ছে স্থানীয় একটি মহল।
আর পৌরমেয়র এসব কারণেই নাগরিকত্ব সনদ দিচ্ছেন না বলে জানা যায়।এর ফলে বেদে সম্প্রদায়ের সদস্যরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিশুরা ভর্তি হতে পারছে না স্কুলে।শান্তিপূর্ণ সমাধান তথা নাগরিকত্ব পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যুগ ধরে বসবাস করে আসা হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলাকপুর নিবাসী বেদের সম্প্রদায়ের লোকজন।