মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাস উপজেলার কলকান্দি ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারী) সকাল ১০ টায় ইউনিয়নের মাছিমপুর আর আর ইনস্টিটিউশন মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, হাই জাম্প, লংজাম্প, অংক দৌড়, বল নিক্ষেপ, নাচ-গান ও আবৃত্তিসহ ৩৮ টি ইভেন্টে ৪টি বিদ্যালয়ের ১৫২জন বিজয়ী শিশুরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাজমা আক্তার, সহকারী শিক্ষক নামজুল হোসেন মুরাদ, দড়িমাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নাইমুল হক, সহকারী শিক্ষক মো: আজিজুল হাকিম, কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, সহকারী শিক্ষিক মাহমুদা সুলতানা, খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি সাহা, সহকারী শিক্ষিক সাবিনা ইয়াসমিনসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।