নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ মিলনমেলা 2022 অনুষ্ঠিত

received_858657201889719.jpeg

আফিফা নৌশিন:
“গ্রিন ড্রিম বাংলাদেশ ” সবুজায়নের লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবক গ্রুপ এর উদ্যোগে ১০ই ফেব্রুয়ারী “সবুজের অনন্যতায়, স্বপ্ন হোক বাস্তবতা” এই প্রত্যয় কে সামনে রেখে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কুমিল্লা এ মিলনমেলা 2022 অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, উপ-পরিচালক হার্টিকালচার সেন্টার শাসনগাছা, কুমিল্লা। প্রধান অতিথি ছিলেন জনাব রাশেদা আক্তার, প্রধান শিক্ষিকা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কুমিল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস এম নজিবুল আকবর লেখক,মিডিয়া ব্যাক্তিত্ব এবং সহকারী সম্পাদক জাতীয় দৈনিক দিন প্রতিদিন।
সুন্দর এই অনুষ্ঠান টি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ আমিনুল করিমের সঞ্চালনায় পরিচালিত হয়ে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top