মো:ফিরোজ, বাউফল প্রতিনিধি:
ঢাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণীর ষ্টিল শীট ব্যাবসায়ী মানিক মিয়ার ২৭ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর ম্যানেজার মামুন মৃধা ২৯ লক্ষ টাকা আত্মসাতের পর গ্রামে চলে আসেন। ম্যানেজার মামুন মৃধা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের মৃত ফিরোজ মৃধার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসায়ী মানিক মিয়ার প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কাজ করতেন মামুন মৃধা। গত ১৬ জানুয়ারী মামুনকে ২৯ লক্ষ টাকা দিয়ে ব্যাংকে টিটি করার জন্য পাঠান তিনি। মামুন ব্যাংকে না গিয়ে টাকা নিয়ে তার গ্রামের বাড়ি চলে আসেন। এরপর মানিক মিয়া থানায় মামলা করার পর পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। বুধবার সকাল ১০ টার দিকে বাউফল থানা পুলিশের একটি টিম মামুন মৃধার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন পালিয়ে যায়। পরে মামুনের স্ত্রী আকলিমা বেগমকে (২২) আটকের পর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে আকলিমার স্বীকারোক্তি অনুযায়ী মামুনের বাসা থেকে ২৭ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ ঘটনায় মামুনের স্ত্রী আকলিমাকে গ্রেফতার দেখানো হয়েছে।