সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
প্রতিনিধি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ডিজিটালের ছোঁয়ায় স্মার্ট যাদুঘর না করে এটাকে ইট পাথরে খাঁচায় বন্দী না করার আহবান জানান ওবায়দুল কাদের।
বুধবার ১৮ জানুয়ারি বেলা ১১ টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূর পঙ্খী লোকজ মঞ্চে মাসব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।এসময় তিনি আরও বলেন, আমি বড় ভুল করেছি কুষ্টিয়ার লালন শাহার সমাধি ইট পাথরের খাঁচায় বন্দী করে দিয়ে। তিনি আরও বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘিরে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যাতে বর্তমান প্রজন্ম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে জানতে পারে।বক্তব্যের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,বর্তমান সরকার জনগণের অধিকার ও জানমালের রক্ষায় কাজ করে যাচ্ছে। বিএনপি-জামাত শান্তিপূর্ন আন্দোলনে বিশ্বাসী নয়।তারা দেশের জনগণের জানমালের ক্ক্ষতি করলে আমরা এর সমচীত জবাব দিবো।
মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধনী অনুষ্ঠানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার ওকিল(এমপি), নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা (এমপি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.আবুল মনসুর,সাবেক সংসদ সদস্য আবদুল আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া,বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস.এম.রেজাউল করিম।
মাসব্যাপী লোককারুশিল্প মেলা চলবে আগামী ১৬ ই ফ্রেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী শেষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি ওবায়দুল কাদের এমপি।