তিতাসে দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

received_424600776177063.jpeg

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:

কুমিল্লা তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ সানোয়ার হোসেন সরকার, প্রধান শিক্ষক মোঃ মহসীন কবির সরকার, দুধঘাটা মাদ্রাসার সহ- সুপার সৈয়দ আবদুল হালিম, সাইদুর রহমান মেম্বার, কামাল হোসেন সরকার, মোঃ মোশাররফ হোসেন, ফারুক হোসেন সরকার ও আনিছুর রহমান প্রমূখ।

এসময় অত্র প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক সোলেমান হাসান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, মাফুল হোসেন, হাবিলদার আব্দুর রশীদ, জামান, শাহীন আলম সরকার, মোঃ আলম, শাহীন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান বক্তারা বক্তব্যকালে বলেন, ১৯৮৮ সালে এই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য দুধঘাটা গ্রামের কৃতিসন্তান আলহাজ্ব আব্দুর রহমান সরকার দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠিত মাদ্রাসাটিকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিদায় অনুষ্ঠান দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ হোসাইন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top