টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

received_788184105873555.jpeg

মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীতে জুন এবং জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে শার্প নিটিং এন্ড ডাইং লিমিটেডের শ্রমিকরা মঙ্গলবার কর্মবিরতি করেছে। বকেয়া বেতন প্রদানের আশ্বাসে দুপুরে তারা আন্দোলন ত্যাগ করেছে।

কারখানা শ্রমিক সোহেল রানা জুন ও জুলাই মাসের বকেয়ার দাবিতে রয়েছে। জুলাই মাস পার হয়ে গেলেও জুনের বেতনও দেয়নি কতৃপক্ষ। এতে বাড়িভাড়া ও সংসার খরচ যোগান দেয়া সম্ভব হচ্ছে। বাড়ির মালিক ও দোকান মালিকদের বকেয়া পরিশোধের তাগাদা শুনতে হচ্ছে। এমতাবস্থায় পাওনা পরিশোধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত সুপার মো. জালাল উদ্দিন জানান, কারখানায় শ্রমিক সংখ্যা ৫০০ জন। মঙ্গলবার সকাল ১১৩০টায় শার্প নিটিং এন্ড ডাইং লিমিটেডের শ্রমিকরা জুন’২২ মাসের প্রথমে জুন বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতি শুরু করেন। পরে জুলাই মাস শেষ হয়ে যাওয়ায় এ মাসের বেতন পরিশোধের দাবি যোগ করে কারখানার উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানা গেটের সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
কারখানা মালিক আবুল কালাম আজাদের সঙ্গে আলোচনা করে সোমবার বিকেলে জুনের অর্ধেক বেতন প্রদান এবং আগামি মঙ্গলবার জুনের বাকি বেতন ও ২৮আগস্ট জুলাইয়ের বেতন পরিশোধ আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন ত্যাগ করে। পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জুনের অর্ধেক বেতন দেয়া শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top