সুমন কান্তি দাশ, ষ্টাফ রিপোর্টার:-
চকরিয়া উপজেলার মাতামুহুরি নদী থেকে মহসিন ভুট্টা (৫০) নামে এক সাবেক সেনা সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৬টার দিকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে স্থানীয়রা মাতামুহুরি নদীর ব্রিজে নিচে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এ লাশ উদ্ধার করে।
মহসিন ভুট্টা চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সওদাগরপাড়ার মরহুম খলিলুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।